
২ জানুয়ারী শনিবার সকালে শরীয়তপুর জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে। শরীয়তপুর জেলা ডিবি পুলিশ সখিপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালিয়ে কাওছার মিয়া (৩৫), মহসীন রাড়ী (সুমন) ও সিরাজ মোল্লাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক কাউসার মিয়া সখিপুর থানার ডিএম খালী ইউনিয়নের মুসলমান কান্দী গ্রামের শুকুর মুসলমানের ছেলে। আর অপর দুইজন চরপাইয়াতলী রাড়ীকান্দী গ্রামের হাজী জাবেদ আলী রাড়ী ও মৃত জামাল রাড়ীর ছেলে। তাদেরকে সখিপুর থানাধীন চর পাইয়াতলী গ্রামের মনির হোসেন বেপারীর বাড়ীর পূর্ব পাশের পাঁকা রাস্তার উপর থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সখিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।