
মায়ের সাথে অভিমান করে শিলা মন্ডল নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত শিলা মন্ডল দুবাই প্রবাসী লক্ষণ মন্ডলের মেয়ে। সে কনেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। যৌথ পরিবারে বসবাস ছিল শিলার। ৩ মে বুধবার তার শয়ন কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে ডামুড্যা থানাকে অবহিত করে পরিবার। ডামুড্যা থানা পুলিশ শিলার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মায়ের সাথে সাংসারিক কাজকর্ম নিয়ে শিলার কথা কাটাকাটি হয়েছিল। তারপরেও স্বাভাবিক আচরণ ছিল শিলার। রাত এগারোটার দিকে নিজের শয়ন কক্ষে একাই ঘুমিয়ে ছিল। সকালে নাস্তা খাওয়ার সময় পেড়িয়ে গেলেও শিলা ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে দড়জা ভেঙ্গে কক্ষে ঢুকে শিলার মরদেহ ফ্যানের সাথে ঝুলতে দেখে।
ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শেখ শরিফুল আলম বলেন, শিলা মন্ডল নামে এক শিক্ষার্থী গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্র্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।