শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধন করেছেন ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুরে প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইকবাল হোসেন অপু এমপি। ছবি-দৈনিক হুংকার।

ছোট বেলায় দেখেছি আমাদের মা-চাচিরা বাড়িতে হাস-মুরগি ও বাবা-চাচারা মাঠে গরু-ছাগল পালন করতেন। তখন বাজার থেকে দুধ-ডিম-মাংস কিনতে হতোনা। এখন বাজার থেকে কিনে না আনলে আমরা এসব কিছুই খেতে পাইনা। একটু পরিশ্রম করলে এখনও আমরা হাস-মুরগি, গরু-ছাগল পালন করে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে পারি। প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করতে হলে সবটুকু অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে হবে। কোন জমি অনাবাদি থাকবে না।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় সদর উপজেলা চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শণী-২০২৩ এর আয়োজন করেন প্রাণিসম্পদ অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ ফারুক রিজভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুহুন মাদবর প্রমূখ।
৩০টি স্টলের মাধ্যমে প্রদর্শণীতে উন্নত জাতের গরু, ছাগল, ঘোড়া, ভেড়া, মুরগি, কবুতর, পাখিসহ বিভিন্ন প্রজাতির প্রাণি স্থান পেয়েছে। এছাড়াও স্টলে-স্টলে পশু চিকিৎসা সামগ্রী পসরা সাজিয়ে বসেছে পশু চিকিৎসকগণ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।