
২০২২ সালের জাতীয় মানবকল্যাণ পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলীকে সংবর্ধনা দিয়েছে শরীয়তপুর জেলা এ্যাডাব।
শুক্রবার (২৭ জানুয়ারি) নড়িয়া উপজেলা সদরের মাজেদা হাসপাতাল মাঠে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা দেয়া হয়। শরীয়তপুর জেলা এ্যাডাবের সভাপতি দীনেশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী, এ্যাডাবের কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক, এ্যাডাব ঢাকা বিভাগের সমন্বয়কারী মোঃ নূরুল আমীন। শরীয়তপুর জেলা এ্যাডাবের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাজিয়া বেগম, জেলা এ্যাডাবের কোষাদক্ষ মোঃ আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির সদস্য আকিমুন নেছা, সুজন চৌধুরী ও কবির হোসেন। ২০২১ সালে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের কল্যাণ ও পুনর্বাসনে অবদানের জন্য বিশ্ব মানবসেবা সংঘ, প্রান্তিক অগ্রসর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী মানব কল্যান পুরস্কার লাভ করে। এজন্য তিনি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত একটি পদক, ২ লাখ টাকা এবং প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি সম্মাননা সনদ গ্রহণ করেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।