
শরীয়তপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ৭ অক্টোবর বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলার সহকারী পরিচালক সুজন কাজী অভিযান পরিচালনা করে এই জরিমানা ও জরিমানার অর্থ আদায় করেন।
জাজিরা উপজেলার লাউখোলা বাজার ও সদর উপজেলার গঙ্গানগর বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা কালে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের, ঔষধের দোকান, খাবার হোটেল ও খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে পরিদর্শন করেন। এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘণ করায় মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ৩ প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও জরিমানার অর্থ আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠান জাজিরা উপজেলার লাউখোলা বাজারের মেসার্স জালাল বেকারীকে ৩ হাজার টাকা, মেসার্স সততা ফার্মেমীকে ১ টাকা ও সদর উপজেলার গঙ্গানগর বাজারের মেসার্স বরুন হোটেলকে ৩ টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলার সহকারী পরিচালক সুজন কাজী।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।