
শরীয়তপুরের জাজিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ বার্ষিকী কে স্বরনীয় করে রাখতে ১০০ টি স্বারক বৃক্ষের রোপণ শেষ হয়েছ। গত ৭ জুলাই কার্যক্রম শুরু হয়ে আজ ৯ জুলাই সকালে জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে চারা বিতরণ ও রোপণের সমাপ্তি করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ জামাল হোসেন এ র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। এ সময় আরো উপস্তিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জাজিরার উপসহকারী কৃষি অফিসার বৃন্দ, কৃষক কৃষানী বৃন্দ সহ অন্যান্যরা। এই স্বারক বৃক্ষের রোপণ মাধ্যমে মানুষকে গাছ লাগানোর ক্ষেত্রে উৎসাহিত করবে এবং প্রাকৃতিক ভারসাম্য ও গ্রামীণ পুষ্টির চাহিদা পুরুন করতে ভূমিকা রাখবে। কৃষকদের মাঝে আম, মাল্টা, পেয়ারা, আমলকি, অর্জুন, বাসক সহ নানা প্রজাতির ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয় এবং স্বারক হিসাবে উপজেলা পরিষদ চত্ত্বরে গাছ লাগানো হয়।