বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

জাজিরার নাওডোবায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৬

দুর্ঘটনা কবলিত বসুমতি ট্রান্সপোর্ট। ছবি-দৈনিক হুংকার।

পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপরে উঠে যাওয়ায় ভ্যান চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
রোববার সকাল ৯টায় জাজিরা উপজেলার নাওডোবা এলাকার গোলচত্বর জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে। বসুমতি বাসটি ঢাকার মিরপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা আসার পথে গোলচত্বরে পৌঁছলে দুর্ঘটনায় পতিত হয়।
নিহত লাক্কু মাদবর (৩২) পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। সে একই উপজেলার পশ্চিম নাওডোবা গ্রামের মালেক মাদবরের ছেলে। এ ঘটনায় ৬ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিয়ন্ত্রণ হারানো বাসটি ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ আবুল হাসেমের নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালনা করা হয়।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের পরিবারকে প্রাথমিক ভাবে মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।