
জাজিরা উপজেলায় অমর একুশে গণগ্রন্থাগার প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। লাইব্রেরি ছাড়া একটি উপজেলাকে প্রাণহীন মনে হয়।
তাই একটি মনোরম দ্বিতল গণগ্রন্থাগার প্রতিষ্ঠার কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। এ গ্রন্থাগারে থাকবে ইন্টারনেটসহ সাইবার ক্যাফে, নিচ তলায় থাকবে একটি আধুনিক কফি সপ। গ্রন্থাগারের পাশেই থাকছে শহীদ মিনার। এই এলাকার সুধীজন এই লাইব্রেরিতে আসবেন এবং আত্মীক প্রশান্তি লাভ করবেন। নতুন প্রজন্ম এই লাইব্রেরিতে এসে পাঠ্যবইয়ের পাশাপাশি বিখ্যাত বিখ্যাত কবি লেখকদের বই পড়তে পারবে। এই লাইব্রেরি করার জন্য সরকারিভাবে কোন বরাদ্দ না থাকলেও জাজিরা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারাক আলী শিকদার এই লাইব্রেরি করার জন্য অর্থায়ন করছেন। আধুনিক এবং মননশীল প্রজন্ম গঠনে এই লাইব্রেরি আলো ছড়াবে কালে কালে। এ প্রত্যয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।