
বৃষ্টিস্নাত দিনেও নিম্ন মধ্যবিত্ত ও অসহায় দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করেন সেনাবাহিনী। শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া এলাকায় নিম্ন মধ্যবিত্ত ও অসহায় দরিদ্রের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সেনা সদস্যরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ইস্ট বেঙ্গল ২৮ রেজিমেন্ট সেন্টারের উদ্যোগে এ খাদ্য সহায়তার উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এই উপহার সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেন ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন মোহাম্মদ রকিবুল আলম ও ৮ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ানের ক্যাপ্টেন ফাইজুল আলম রাব্বি। তারা বলেন আমাদের উর্দ্ধতন কর্মকর্তার আদেশ অনুযায়ী আমাদের এই খাদ্য সহায়তা কারজক্রম অব্যাহত থাকবে যতদিন না করনা পরিস্থিতি বিরাজমান থাকে।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাথে স্বেচ্ছাসেবক হিসেবে নিলয় ভট্টাচার্য, সমীর চন্দ্র শীল, এস এম স্বাধীন, শাহিন মৃধা এবং সৈকত দত্ত।
কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সামি – উদ – দৌলা চৌধুরী বলেন , ” এটা কোন সাহায্য নয় , এটা তাদের প্রাপ্য ” আমরা আমাদের মতাে করে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য নিয়ে প্রকৃত লােকদেরকে তাদের প্রাপ্য পৌঁছে দেয়ার চেষ্টা করছি । তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত আমরা মাঠে কাজ করছি । বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এদের তথ্য নেই তারপরে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেই । আমরা চাই প্রকৃত যে পাওয়ার সেই এই পাক । ইতিমধ্যে আমরা শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি । এদের মধ্যে অনেকেই আছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে অসহায় দুস্থ পরিবার । যারা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এরা আসলে সবচাইতে বেশি অসহায় । তারা বলতেও পারছে না , চলতেও পারছেনা । আবার কিছু আছে একেবারেই অসহায় যাদেরকে কাছে এখনও কোন খাদ্য সহায়তা পৌছেনি । এসব লােক গুলােকে সবার আগে প্রাধান্য দিচ্ছি । গত কয়েকদিনের খুঁজে পাওয়া এরকম বেশ কিছু পরিবারের মাঝে গতকাল আমরা বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে আসছি ।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।