
শরীয়তপুর থেকে প্রকাশিত দৈনিক হুংকার পত্রিকার সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর ব্যক্তিগত গাড়ি চালক আব্দুল খালেক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় খালেক শরীয়তপুর অফিসার্স ক্লাব সংলগ্ন (চৌরঙ্গী এলাকায়) একটি দোকানের সামনে দাঁড়িয়ে সাবান কিনতে ছিল। তখন একটি ড্রাইভিং প্রশিক্ষণের (যার নং-ঢাকা মেট্টো গ-১৫-৫৫১২) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেই দোকনে ঢুকে খালেকের উপর উঠে যায়। এই সময় খালেকের পায়ে গুরুতর আঘাত লাগে। খালেককে সাথে সাথে শরীয়তপুর সদর হাসপতালের জরুরী বিভাগে নিয়ে গেলে ডাক্তার ক্ষত স্থানে সেলাই করেন। একই সাথে এক্স-রে করে পরবর্তী চিকিৎসা প্রদান করেন।
খালেক চিকিৎসা শেষে নিজ বাড়িতে অবস্থান করছে। আহত খালেক সকলের দোয়া প্রার্থনা করছেন।