
শরীয়তপুর পৌরসভার দক্ষিন বিলাস খান এলাকায় অপরিচিত এক বাক প্রতিবন্ধি যুবকের আগমন লক্ষ্য করা গেছে। ২৯ মঙ্গলবার সকাল থেকে এই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী। সারাদিন ঘোরাফেরা শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে ছেলেটিকে কান্নকাটি করতে দেখে এলাকার লোকজন। তবে আগত বাক প্রতিবন্ধি যুবক তার কোন পরিচয় বলতে পারছে না।
দক্ষিন বিলাস খান এলাকার রাজন নামে (০১৯১৪-০৬০৬৯১) এক ব্যক্তি জানায়, ছেলেটি এলাকার কারো পরিচিত না। কোথা থেকে এসেছে তাও কেউ বলতে পারছিনা। সন্ধ্যা ঘনিয়ে আসায় ছেলেটি কান্নাকাটি করতেছে। আমরা ফেসবুক ব্যবহারকারী সকলের সহযোগিতা কামনা করছি। তারা যেন ছেলেটির ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে পরিবারের কাছে প্রতিবন্ধি ছেলেটিকে পৌঁছে দিতে সহায়তা করেন।