বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ ১৪৪৪ হিজরি
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

রুদ্রকরে জেপিজেএসের গাছের চারা বিতরণ

রুদ্রকরে জেপিজেএসের গাছের চারা বিতরণ
রুদ্রকরে মহিলাদের মাঝে গাছের চারা বিতরণ করছেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম হুশিয়ার। ছবি-দৈনিক হুংকার।

বেসরকারি উন্নয়ন সংগঠন জেপিজেএস এর অর্থায়নে ও জেলা যুব উন্নয়নের সহযোগিতায় রুদ্রকর ইউনিয়নের ২ শতাধিক বেকার ও দুস্থ্য মহিলাদের মাঝে ফলত বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। ৫ অক্টোবর বিকেলে রুদ্রকর ইউনিয়ন পরিষদের সামনে থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম হুশিয়ার। রুদ্রকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক দীনেশ চন্দ্র দাস। যুব ও যুবমহিলাদের মাঝে লেবু, পেয়ারা ও কাঠালের ২ শতাধিক চারা বিতরণ করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ১ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে এ চারা বিতরণ করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।