
শরীয়তপুরে পৌরসভার কাশাভোগ গ্রামে আদালতের আদেশ অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে মিন্টু সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নির্মাণ কাজে বাঁধা দেওয়ায় বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, শরীয়তপুর পৌরসভার ৮১ নং উত্তর মধ্যপাড়া মৌজায় বিআরএস ৬০ নং খতিয়ানে ১৬১ নং দাগের ১৯ শতাংশ জমি ক্রয় করে ১৯৯২ সাল থেকে ভোগ দখলে রয়েছেন ফাতেমা বিবি। কিছুদিন ধরে সেই জমি দখল করে পাকা সীমানা প্রাচীর নির্মাণে পায়তারা করে আসছেন বিবাদী মিন্টু সরদার, শামীম সরদার, মোস্তফা সরদার ও আবু বেপারী। বিবাদীদের কুমতলব বুঝতে পেরে আদালতে মিস পিটিশন-৩৫৫/২০২৩ নং মোকদ্দমা দায়ের করে বাদী। আদালত নালিশী জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নির্দেশ প্রদান করেন। আদালতের আদেশ উপেক্ষা করে সেই জমিতে পাকা সীমানা প্রাচীর নির্মাণ কাজ অব্যাহত রাখছেন বিবাদীরা।
মামলার বাদী ফাতেমা বিবি বলেন, তার একমাত্র পুত্র প্রবাসে গিয়ে দালালের কাছে বন্দি। অসুস্থ স্বামী আব্দুল হাকিম মুন্সী ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন। এই সুযোগে বিবাদীরা তার জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ কাজ করতেছে। বাধা দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজসহ বাদীকে খুন জখমের ভয় দেখায় বিবাদীরা। সে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবী করেন। তিনি আরো দাবী করেন নালিশী জমির দক্ষিণ ও পূর্বে নিজস্ব জমি, উত্তরে রহিম মুন্সী ও পশ্চিমে বিবাদীদের জমি। সেই সুযোগেই বল প্রয়োগ করে জমি দখল করে চলছে বিবাদীরা।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।