বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ডোমসারে যাতায়াতের পথ বন্দ করে জমি দখলের অভিযোগ

ডোমসারে যাতায়াতের রাস্তায় কবরস্থান নির্মাণ। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে যাতায়াতের পথ বন্ধ করে জমি দখলের অভিযোগ উঠেছে রাসেল মাঝি ও কাদির জমদ্দারগংদের বিরুদ্ধে। আদালতের নির্দেশ অমান্য করে জোর পূর্বক পাকা স্থাপনা নির্মাণ করেছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী আশ্রাব আলী বেপারী।
জানাগেছে, উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামের আশ্রাব আলী বেপারী, আজিজ বেপারী ও এমদাদ বেপারী দিনমজুর ও ভ্যান চালক। তাদের ৩৩ নং কোয়ারপুর মৌজায় বিআরএস ৬৫৯১ ও ৭০৮৫ নং দাগে ক্রয়কৃত ৩০ শতাংশ জমি রয়েছে। সেই জমিতে তারা বসত ঘর নির্মাণ করে বসবাস করছেন। ইতোমধ্যে সেই জমির এসএ রেকর্ডিয় মালিকদের ওয়ারিশ রাসেল মাঝিগং জোরপূর্বক কবরস্থান নির্মাণ করে ও বেড়া দিয়ে দখলের চেষ্টা চালায়। এই নিয়ে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা হয়। আদালত নালিশী জমিতে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদানের পাশাপাশি চিকন্দী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ প্রদান করেন। আদালতের আদেশ উপেক্ষা করে সেই জমিতে বেড়া দিয়ে ও পাকা স্থাপনা নির্মাণ করেছেন বিবাদী পক্ষ। ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী আশ্রাব আলী বেপারী বলেন, এসএ রেকর্ডীয় মালিকের কাছ থেকে জমি ক্রয় পরবর্তী বিআরএস জরিপে আমাদের নামে রেকর্ড হয়। সেখানে আমাদের বসত ঘরও রয়েছে। পাকা রাস্তার পাশ দিয়ে সেই জমিতে কবরস্থান নির্মাণ করে ও বেড়া দিয়ে দখলে নিয়েছে বিবাদী পক্ষ। আমাদের ভ্যান গাড়িও বাড়িতে আনতে পাড়ি না। কিছু বললেই বিবাদীদের জামাতা কাদির জমদ্দার ভিন্ন ইউনিয়ন থেকে এসে আমাদের সাথে খুব খারাপ আচরণ করে। মহিলাদের সম্মান হানিকর গালমন্দ করে।
মামলার ৪ নং বিবাদী ও মাঝি বাড়ির জামাতা কাদির জমদ্দার জানায়, তার শ্বশুর পরিবার বিআরএস জরিপের সময় গ্রামে ছিলেন না। ফলে বাদী পক্ষের নামে নালিশী জমি রেকর্ড হয়। এই নিয়ে এলাকায় একাধিক শালিশ দরবার হয়েছে। বাদী পক্ষ যেন নালিশী জমি দখল করতে না পারে তাই কবরস্থান নির্মাণ করে দখলে এনেছি। আমার শ্বশুরের দালানের পাশ দিয়ে ভ্যান গাড়ি যাতায়াত করলে পাইপ ভেঙ্গে যায় তাই বেড়া দিয়ে ভ্যান চলাচল বন্ধ করে দিয়েছি। আরএস ও এসএ রেকর্ড বিবাদীদের নামে তাই বিআরএস রেকর্ড সংশোধনের মামলা করব।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।