বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

৯ দিন ধরে বিদ্যালয় বন্ধ তবুও উড়ছে জাতীয় পতাকা

বন্ধ থাকার পরেও ১০ নং সারেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা। ছবি-দৈনিক হুংকার।

গত ৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় যথারীতি খোলা ছিল। ৭ এপ্রিল থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। রোজা ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী ২৭ এপ্রিল যথারীতি খোলা হবে। বন্ধের ৯ দিন পেরিয়ে গেছে তবুও শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা নামানো হয়নি। এমন দৃশ্য দেখা গেছে শরীয়তপুর সদর উপজেলার ১০ নং সারেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কার অবহেলায় ৯ দিন ধরে জাতীয় পতাকা উড়ছে তা খতিয়ে দেখবেন উপজেলা প্রশাসন।
প্রাথমিক শিক্ষা অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি কার্য দিবসে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও নামানো হয়। এছাড়াও সরকারী বন্ধের মধ্যে কোন বিশেষ দিন বা জাতীয় কোন দিবসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ থাকে। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন করতে হয়। এই বিদ্যালয়ে ছুটির দিনসহ প্রতিদিন পতাকা উড়তে দেখা যায়। ১০ নং সারেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী থেকে প্রধান শিক্ষকের কেউই বিষয়টি গুরুত্বের সাথে দেখে না। দায়িত্বে অবহেলার কারণেই এমনটি হয়।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তাজুল ইসলাম বলেন, সরকারি ছুটির মধ্যে বিশেষ দিন পড়লে জাতীয় পতাকা উত্তোলন করতে হয়। আজতো কোন বিশেষ দিনও না। কেন জাতীয় পতাকা উড়ছে তা খোঁজ নিয়ে দেখব।
সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আপনার মাধ্যমে জানতে পাড়লাম সরকারি বন্ধের দিনেও বিদ্যালয়ে জাতীয় পতাকা উড়ছে। কার অবহেলায় এমন ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।