শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

বিলাসখানে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিলাসখানে পানিতে ডুবে নিহত শিশু আবিদা ও স্বজনদের আহাজারি। ছবি-দৈনিক হুংকার।

পুকুরের পানিতে ডুবে আবিদা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি তার মায়ের সাথে শরীয়তপুর সদর উপজেলার বিলাসখান গ্রামে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। শিশুটির পিতা নয়ন সরদারের বাড়ি ফরিদপুর জেলার সদরপুরে। এ.সি.আই ফিড কোম্পানীর চাকুরির সুবাদে শরীয়তপুর পৌরসভার নিরালা আবাসিক এলাকার নান্নু খানের বাড়িতে তারা ভাড়া থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মা মনি বেগম শিশু আবিদাকে নিয়ে এক আত্মীয়ের বিয়েতে বেড়াতে বিলাসখান গ্রামে যায়। বিয়ে বাড়ীতে খেলতে খেলতে শিশুটি পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে গেলে সেখানেই শিশুটির মৃত্যু হয়। স্বজনরা শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে শিশুটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।