
শরীয়তপুরে কোভিড-১৯ করোনা নিয়ন্ত্রণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিতি অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকাল ৪টা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার পালং, ডোমসার, আড়িগাঁও, আংগারিয়া ও মনোহর বাজারসহ প্রেমতলা এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ।
সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য, মাস্ক ব্যবহার না করে বাইরে ঘোরাফেরা ও বিকাল ৪টার পরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ জনকে ৫ হাজার ৭০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। এই সময় বিকাল ৪ টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ প্রদান ও শারীরিক দূরত্ব বজায় রাখতে সচেতনতা সৃষ্টি করা হয়।
অভিযানে নিরাপত্তা নিশ্চিত করে পালং মডেল থানা পুলিশ। এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সদর উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটমোঃ মাহাবুর রহমান শেখ।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।