বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

সুন্দরবন কুরিয়ারের মালিকের ইন্তেকাল, শরীয়তপুরে দোয়া মাহফিল

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালিকের ইন্তেকালে শরীয়তপুরে শাখার উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

সুন্দরবন কুরিয়ার প্রাইভেট লিমিটেডের সকল শাখার ন্যায় শরীয়তপুরে সামাজিক দুরুত্ব বজায় রেখে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ মে শনিবার সকাল সাড়ে ৭টায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
গতকাল মঙ্গলবার ০২ জুন বাদ আসর শরীয়তপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের শাখা ব্যবস্থাপক উত্তম কুমার দে’র আয়োজনে শরীয়তপুর শাখায় তাঁর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে মোনাজাত করেন শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আবুল কালাম আজাদ।
মরহুম বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।