বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

গোসাইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোসাইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
গোসাইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা মৎস্য অফিসার মো: হাসিবুল হক। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের গোসাইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শনিবার বেলা ১১টায় মৎস্য কর্মকর্তার অফিস কক্ষে সিনিয়র মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ‘‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো. হাসিবুল হক।
তিনি জানান, বাংলাদেশে এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, দেশে বছরে ৪৩ দশমিক ৮৪ লক্ষ মেট্রিক টন মৎস্য উৎপাদন হয়। উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়, ইলিশ উৎপাদনকারী ১১ টি দেশের মধ্যে বিশ্বে প্রথম, আভ্যন্তরীণ মুক্ত জলাশয় মাছ আহরণে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে তৃতীয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামীকাল ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কর্মসূচীর অংশ হিসেবে জেলা এবং উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলক্ষে ব্যানার ফেস্টুন ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচারণা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে, প্রান্তিক পর্যায়ের মৎস্যজীবীদের স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময় সভা করা হবে এবং মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান হবে আগামী ৩ সেপ্টেম্বর। মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।