
“আমার বঙ্গবন্ধু” শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ী মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী দেওয়ান ফারিহা তাসনিম কে বুধবার (১৪ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষে শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান পুরস্কারের এক লাখ টাকার চেক তুলে দেন।
এ সময় কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন, কলেজের সিনিয়র শিক্ষক মণ্ডলী ও দেওয়ান ফারিহা তাসনিমের বাবুল হোসেন দেওয়ান উপস্থিত থেকে এ পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত “আমার বঙ্গবন্ধু” শীর্ষক প্রতিযোগিতায় দেওয়ান ফারিহা তাসনিম সারাদেশে সেরা ১২ জনের একজন নির্বাচিত হয়।
ইতোপূর্বে অনলাইন প্লাটফর্মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সারা দেশে বিজয়ী সেরা ১২ জনের নাম ঘোষণা করেছিলেন। তাঁর এ অর্জনে কলেজ পরিবার গর্বিত।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।