
শরীয়তপুর সদর উপজেলায় করোনায় আক্রান্ত রোগী ও অসহায় পরিবারের বাড়িতে খাদ্য-সামগ্রী পৌঁছেদেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই ।
বৃহস্পতিবার (৮ জুলাই) সারাদিন লকডাউন বাস্তবায়ন অভিযান শেষে রাত ৮ টায় শরীয়তপুর পৌরসভার পশ্চিম কোটাপাড়ার, পালং ইউনিয়নের নরবালাখানা করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে উপহার স্বরূপ খাদ্য-সামগ্রী পৌঁছেদেন। করোনা আক্রান্ত রোগীদের সাথে কথা বলে তাদের মনোবল বৃদ্ধি করতে চেষ্টা করে সবাইকে সতর্ক হতে বাড়িতে লাল কাপড়ও বেঁধে দেওয়া হয় ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই বলেন, করোনা আক্রান্ত এই পরিবারগুলো আর্থিকভাবে স্বচ্ছল হলেও বাড়িতে খাদ্য সংকট থাকতে পারে। কেননা তারা বাড়ির বাইরে বের হতে পারে না। করোনায় আমাদের শিখিয়ে যাচ্ছে ধন সম্পদ সকল বিষয়ের সমাধান করতে পারে না। এই চিন্তা থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তারা সুস্থ্য না হওয়া অবধি তাদের খোঁজ-খবর রাখবে উপজেলা প্রশাসন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।