
কোভিড-১৯ উপলক্ষে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় বেসরকারী সংস্থা “দুঃস্থ ও মানব কল্যাণ সোসাইটি (ডিএমকেএস) এর উদ্যোগে গর্ভবতী মহিলা ও শিশুদের ঔষধ এবং পুষ্টি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ জুন ২০২১ ইং) বিকালে গোসাইরহাট উপজেলা মিলানায়তনে শতাধিক পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রীর মধ্যে রয়েছে সাবান, নেপকিন, বিস্কুট, তোয়ালে, জুস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট ইত্যাদি। “দুঃস্থ ও মানব কল্যাণ সোসাইটি (ডিএমকেএস) এর শাহনাজ পারভীনের সভাপতিত্বে ও সমন্বয়ক মারজিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মেঃ হাফিজুর রহমান মিঞা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা এপিও মোঃ মাঈনুল ইসলাম, “গ্রামীণ যুব কল্যাণ সংস্থা (জিযেকেএস) এর নির্বাহী পরিচালক মোঃ আমিনুর রহমান। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।