
শরীয়তপুর জেলা প্রশাসন এর আয়োজনে জেলার শতাধিক সংস্কৃতিসেবীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জন প্রতি ৫ হাজার করে ৫ লক্ষ টাকা দেয়া হয়েছে।
২২ জন মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বিদ্যমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের মাঝে “মাননীয় প্রধানমন্ত্রীর উপহার” এ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন, এনডিসি মোঃ পারভেজ।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, করোনার প্রভাবে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তাদের কর্ম হারিয়ে বেকার হয়েছে। তাদের মধ্যে আমাদের সংস্কৃতিসেবীরা অন্যতম। এ পেশার মানুষের কষ্টে সমব্যাথি হয়ে তাদের জন্য উপহার হিসেবে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ হাজার টাকা করে উপহার দিয়েছে। এ টাকায় তাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবেনা। তবে দূর্যোগের এ সময় তাদের মুখে হাসির ঝিলিক ফুটবে নিশ্চয়ই।
মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্যোগেও সবার কথা মনে রাখেন এবং সবার জন্য কাজ করেন। এই উপহারই তার প্রমান।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।