
শরীয়তপুরে নতুন করে আরও ৮জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৬০ জনে। নতুন করে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ১ জনকে সুস্থ্য ঘোষনা করা হয়েছে। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ২ জন। এছাড়া ২ জন মৃত্যুবরন করেছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৬জনই ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের। ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ১জন ও জাজিরা উপজেলার ১ জন। আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে ৫ বছরের শিশু রয়েছে ১ জন, ১৯ থেকে ২৫ বছর বয়সী ৩ জন, ২৬ থেকে ৩৫ বছর বয়সের ২জন, ৫০ থেকে ৫৫ বছর বয়সী ২ জন।
মঙ্গলবার (১১মে) দুপুর ১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ।
তিনি আরও জানান, এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ১৩৫৮ জনের নমুনা সংগৃহীত হয়েছে। ১১৭৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। যাদের মধ্যে ৬০জন পজেটিভ। জেলায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২ জন ও শরীয়তপুর সদর হাসপাতালে সন্দেহ ভাজন ২ করোনা রোগী ভর্তি আছেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।