
করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের আইজিপি এঁর সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় শরীয়তপুর জেলা পুলিশ।
৫ এপ্রিল রবিবার দুপুর ১টায় পুলিশ হেডকোয়াটার্স হতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাথে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা ও বিভিন্ন বিষয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) ।
ভিডিও কনফারেন্সে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অপরাধ) মোঃ সাইফুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, পরিদর্শক অপরাধ শাখা মোঃ আনোয়ারুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।