
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে শরীয়তপুর কেন্ত্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. মিজানুর রহমান, তানভীর হায়দার, পালং মডল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
একই সাথে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের সম্মানে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।