
শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় এবং স্বাস্থ্যবিধি মেনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (১২টা ১ মিনিট) কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ, শরীয়তপুর জেলা পরিষদ, শরীয়তপুর পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, জাতীয় পার্টি, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা, শিশুদের দেশাত্ববোধক গানের অনুষ্ঠান, দিবসের তাৎপর্যে আলোচনা সভা, চলচিত্র প্রদর্শণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজী, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার প্রমুখ।