
শরীয়তপুরের নড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী রোববার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভুমি) মো. মোরশেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক।
সভায় বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা মৎস কর্মকর্তা আমিনুল হক, শিক্ষা অফিসার ইকবাল মনসুর, সমাজ সেবা অফিসার মমিনুর রহমান ও
বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রমুখ।
সভায় বক্তারা সর্বস্তরে বাংলা ভাষার ব্যাবহার বাধ্যতামুলক করার দাবী জানান এবং বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানান।