
৭ ফেব্রুয়ারী শরীয়তপুরে করোনা টিকাদান কর্মসূটির উদ্বোধন হয়েছে। দুইদিনে (৭ ও ৮ ফেব্রুয়ারী) জেলায় ২৫১ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ১৯৮ জন পুরুষ ও ৬৫ জন মহিলা। এই পর্যন্ত টিকা গ্রহণকারী কারোর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ৩৬ হাজার করোনা টিকা এসেছে। পর্যায়ক্রমে নিবন্ধন করে এ টিকা দেওয়া হবে। ৭ ফেব্রুয়ারী জেলার ৬টি উপজেলায় ১৪১ জনকে টিকা প্রদান করে। এদের মধ্যে ১১৩ জন পুরুষ ও ২৮ জন নারী ছিল। ৮ ফেব্রুয়ারী জেলায় ১১৯ জন করোনার টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে ছিল ৮৫ জন পুরুষ ও ৩৭ জন মহিলা।
এই বিষয়ে সিভিল সার্জন ডা. এস.এম. আব্দুল্লাহ আল মুরাদ বলেন, উৎসবমূখর পরিবেশে জেলার ৬টি উপজেলায় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হচ্ছে। এই টিকা গ্রহণ করে এখন পর্যন্ত কেউ অসুস্থ হয় নাই। প্রতিদিন এই কার্যক্রম চলবে। সকলকে টিকা গ্রহণ করার জন্য আহবান জানাচ্ছি।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |