
শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পাভেজ হাসান বলেছেন, প্রতিবন্ধি বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজের বোঝা নয়। তাদের সঠিক ভাবে প্রশিক্ষণ ও যত্ন নিতে পারলে তারাও আমাদের পরিবার, সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারে। আজকের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এরই প্রমান রাখলেন। তিনি ৮ ফেব্রুয়ারী সোমবার কালেক্টরেট পাবলিক স্কুল মাঠে শিশুদের ক্রীড়া অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শরীয়তপুর সদর উপজেলায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি শিশুদের নিয়ে ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়সমিন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা প্রতিবন্ধি সেবা বিষয়ক কর্মকর্তা। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন।