
শরীয়তপুর জেলা ডিবি পুলিশের একটি দল ২ ফেব্রুয়ারী মঙ্গলবার অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সুরুজ মাল (২৪)। সে সদর উপজেলার কাশিপুর মুসলিম পাড়া গ্রামের মোতালেব মালের পুত্র বলে জানা গেছে।
শরীয়তপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালং মডেল থানাধীন কাশিপুর মুসলিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে ওজুত মোল্লার পুকুরের দক্ষিন পূর্ব কোন থেকে সুরুজ মালকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আসামী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পালং মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।