
শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, প্রবীণরা আমাদের সিনিয়র সিটিজেন। তাদের দেখানো পথে আমাদের আজকের পথ চলা। তাদের ত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের আজকের সোনালী বর্তমান। আমাদের অগ্রজ পথ প্রর্দশকদের শীত কষ্ট লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে উষ্ণতার উপহার কম্বল তাদের হাতে পৌঁছে দিতে পেরে নিজেকে গর্ববোধ করছি।
আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি আপনাদের নিয়ে ভাবেন, আপনাদের জন্য কাজ করেন। জেলা প্রশাসক মোঃ পারভরজ হাসান ১৩ জানুয়ারী বুধবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে থেকে জেলার প্রবীণ জনগোষ্ঠীর মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভা মেয়র মোঃ রফিকুর ইসলাম কোতোয়াল, পিপি মির্জা হযরত আলী, আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল, এ্যাড. তাজুল ইসলাম প্রমূখ।