
শরীয়তপুরের নড়িয়া ভেকু দিয়ে ফসলী জমি ধ্বংসের অপরাধে ২ জনকে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারী) সন্ধায় উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের রোকন্দপুর গ্রামে অবৈধ ভেকুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম।
এসময় ভেকু দিয়ে মাটি কেটে ফসলী জমি ধ্বংসের অপরাধে ভেকু চালক রেজাউল ও কন্ট্রাক্টর কাইউম ছৈয়ালকে ৫০হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম বলেন সরকারের কঠোর নির্দেশনা অনুযায়ী ফসলী জমি রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ফসলী জমি ধ্বংসের অপরাধে আজ দুজনকে জরিমানা করা হলো। আগামীতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।