বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ ১৪৪৪ হিজরি
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

সাধারণ মানুষের প্রথম ভরশার স্থল হচ্ছে ইউনিয়ন পরিষদ: জেলা প্রশাসক

সাধারণ মানুষের প্রথম ভরশার স্থল হচ্ছে ইউনিয়ন পরিষদ: জেলা প্রশাসক
মহিষার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, সাধারণ মানুষ কোন সমস্যায় পরলে বা কোন প্রয়োজনে সর্ব প্রথম যে স্থানটিকে তাদের ভরশার স্থল বলে মনে করে সে স্থানটি হচ্ছে ইউনিয়ন পরিষদ। সরকারের সাফল্য অগ্রগতি যে প্রতিষ্ঠানের মাধ্যমে জনগনের হাতের নাগালে পৌঁছায় সেই প্রতিষ্ঠানটি হলো ইউনিয়ন পরিষদ। এ পরিষদের প্রতিনিধি অর্থাৎ চেয়ারম্যান, মেম্বারগন জনগনের একান্ত কাছের মানুষ হিসেবে জনগনের পাশে থাকতে পারেন। যা অন্য কারো পক্ষে সম্ভব নয়। সৎ আদর্শবান ও ন্যায় পরায়ন হলে জনগন তাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করেন আর এর বিপরীত হলে ৫ বছর পরে তাদের পরিনতি ভাল হয়না।
২ নভেম্বর সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সরদারের শপথ গ্রহন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জাতির পিতার পদধূলি মিশ্রিত মহিষার ইউনিয়নের বুকে ধারণ করা মুক্তিযুদ্ধের গণসমাধী নিয়েও আলোকপাত করেন।
জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনকে শপথ বাক্য পাঠ করানোর পরে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র হাজি আবদুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়ল, সাবেক চেযারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী আজম ফরিদী, আলহাজ্ব আমির হোসেন সরদার, মহিষার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজি রফিকুল ইসলাম চৌকিদার, সাধারণ সম্পাদক চুন্নু মিয়া ঢালী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মাস্টার আলী আকবর মিয়া, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বাবুল খান সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সচিব ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।