শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্রর প্রতিবাদে গোসাইরহাটে বিক্ষোভ সমাবেশ

ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্রর প্রতিবাদে গোসাইরহাটে বিক্ষোভ সমাবেশ
হযরত মুহাম্মদ (সা:) এর অবমাননার প্রতিবাদে গোসাইরহাটে বিক্ষোভ মিছিল। ছবি-দৈনিক হুংকার।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র নির্মাণ, প্রদর্শণ ও কূটুক্তির প্রতিবাদে শরীয়তপুরের গোসাইরহাটে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
৩১-অক্টোবর শনিবার সকাল সারে ১০টায় গোসাইরহাট বাজার বড় মসজিদ থেকে উপজেলার মাঠ প্রাঙ্গনে তৌহিদী জনতা গোসাইরহাটের উদ্যাগে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আউয়াল সরদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা, ইদিলপুর ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী, সিরাজ উদ্দিন মাদ্রাসা মোহতামিম মুফতী মহিউদ্দিন, খলিলুর রহমান সিনিয়র মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা আঃ বাতেন, জামিয়া রহমানিয়া কওমিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আঃ কবির, গোসাইরহাট বাইতুছছালাম মসজিদের ইমাম মাওলানা সাজ্জাত আলম, গোসাইরহাট বটতলা মসজিদের ইমাম মুফতি আবদুল্লাহ, জামিয়া রহমানিয়া কওমিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা বেলাল হোসাইন।
বক্তারা মহানবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। মুসলমানদের হৃদয়ে আঘাত দেয়ার শামিল মহানবীর অবমাননা কোনক্রমেই মেনে নেয়া হবে না ঘোষণা দেন এবং জড়িত ব্যক্তির বিচার দাবি করেন। বক্তারা এধরনের ধৃষ্টতা মুসলমানরা কোনমতেই মেনে নিবেন না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।