শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

বিজয়া দশমী দেবী বিসর্জন

বিজয়া দশমী দেবী বিসর্জন

আসছে বছর আবার হবে’ এই বার্তা দিয়ে মর্ত্য থেকে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আজ শুভ বিজয়া দশমী। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা নিয়ে মর্ত্যে আসেন দেবী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। পঞ্জিকা মতে, গতকাল বেলা ১১টা ১৩ মিনিটে দশমী শুরু হয়ে আজ বেলা ১১টা ৩১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে দশমী তিথি। এর মধ্যেই দশমী বিহিত পূজা শেষ করবেন পুরোহিতরা। পূজা শেষে দর্পণ বিসর্জন করা হবে। উপবাস থেকে অঞ্জলি প্রদান করবেন ভক্তবৃন্দ। এবার দেবীর আগমন ঘটছে দোলায়। অর্থাৎ পৃথিবীতে মড়ক দেখা দেবে বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। দেবী যাবেন গজে। দেবী গজে গমনাগমন করলে পৃথিবীতে জলের সমতা বজায় থাকে এবং শস্য ফলন ভালো হয়। সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে মর্ত্যভূমি। শরীয়তপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক ব্যাটার্জি বলেন, এ বছর শরীয়তপুর জেলার ৬ উপজেলায় ৯২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে এবং সারা দেশে ৩০ হাজার ২১৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা হয়েছে। এ বছর বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যেক পূজা মন্ডপ আলাদাভাবে প্রতিমা বিসর্জন করবেন। অশুভ বিনাশের প্রত্যয়ে গতকাল মহানবমী তিথিতে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল সকাল থেকে ভক্তরা দেবীর চরণে অর্পণ করছেন পুষ্পাঞ্জলি। এ বছর পূজা শেষে প্রসাদ বিতরণে নিষেধাজ্ঞা রয়েছে। অঞ্জলিতে ভিড় কমাতে করা হয়েছে ভার্চুয়ালি অঞ্জলির ব্যবস্থাও।
পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামূল হক, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।