
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শরীয়তপুর পৌরসভা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংসদ সদস্য ইকবাল হোসেন অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কমিটি ঘোষনা করেন। একই সাথে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে চিঠি হস্তান্তর করেন তিনি।
কমিটি ঘোষণা অনুষ্ঠান থেকে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু বলেন, স্বেচ্ছাসেবকলীগ সব সময় মানুষের পাশে থাকে। এই করোনা মহামারী ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ভূমিকা রেখে প্রমান করেছে। এই স্বেচ্ছাসেবকলীগই পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে। আমি বিশ^াস করি স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্বেই জাতি অভিষ্ঠ লক্ষে পৌঁছে যাবে।
সংগঠনের সভাপতি জিল্লুর রহমান সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন রিপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, শরীয়তপুর পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বেপারী, সাধারণ সম্পাদক খোকন বেপারী প্রমূখ।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি হয়েছে সৈয়দ ওমর ফারুক অনিক, মতিউর রহমান শিকদার, সোহাগ সিকদার, কামাল হোসেন চান মিয়া, দেলোয়ার হোসেন মালত, ইয়াকুব বেপারী, শামিম তালুকদার, ইদ্দিস মোল্লা, জামাল সরদার, ইসমাইল খান, নাসির মল্লিক, জহির জমদ্দার, মো. মনিরুজ্জামান মৃধা ও আতাউর খান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে মো. শাহাদাত হোসেন খান, রাশেদ খান, নিহাদ বেপারী, আরিফ মুন্সী ও শেখ বাসার। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছে মো. শাহজাহান সরদার, আ. করিম শেখ, সাজ্জাদুর রহমান সোহান, নাছির শেখ, মামুন সরদার ও মো. জোবায়ের হোসেন সোহান। দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক সুভ মাদবর, অর্থ সম্পাদক মো. মামুন বেপারী, সহ অর্থ সম্পাদক কাওছার সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন বেপারী, সহ-প্রচার সম্পাদক জাবেদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. সজল মুন্সী, সহ যুব ও ক্রীড়া সম্পাদক আলমগীর বেপারী, সমাজ কল্যাণ সম্পাদক মো. সবুজ ঢালী, সহ-সমাজ কল্যাণ সম্পাদক রাসেল মৃধা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. বাদশা শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুয়েল চৌকিদার সহ মোট ৭১ জন এই কমিটিতে স্থান পেয়েছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।