শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

পালং বাজারে ভোক্তা অধিকারের অভিযানে কোতোয়াল বাণিজ্যলয়কে জরিমানা

পালং বাজারে ভোক্তা অধিকারের অভিযানে  কোতোয়াল বাণিজ্যলয়কে জরিমানা
পালং বাজারে ভোক্তা অধিকার অভিযানে কোতোয়াল বাণিজ্যলয়কে জরিমানা করছেন। ছবি-দৈনিক হুংকার।

জেলা শহরের পালং বাজারে জাতীয় ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে কোতোয়াল বাণিজ্যলয় নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী এই অভিযান পরিচালনা করেন।
সূত্রটি জানায়, অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পালং ও আংগারিয়া বাজারে চাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করায় পালং বাজারের কোতোয়াল বাণিজ্যলয়কে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও জরিমানার অর্থ আদায় করেন। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, ক্রয় রশিদ, বিক্রয় রশিদ ইত্যাদি যথাযথভাবে সংরক্ষণ করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে উপস্থতি থেকে সার্বিক সহযোগিতা করনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদশে (ক্যাব) জেলা শাখার সভাপতি মো. বিল্লাল হোসনে খান ও জেলা পুলিশের একটি টিম।
জেলার সহকারী পরিচালক সুজন কাজী বলেন, মহাপরচিালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে অভিযান পরিচালনা করি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ১টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক জরমিানা আরোপ করে সতর্ক করা হয়। এই সময় পালং বাজার ও আঙ্গারিয়া বাজারে তদারকি কার্যক্রম পরিচালনাকালে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা দোকান, কাচাবাজার এবং মাছ-মাংসের দোকান পরিদর্শন করি। জনস্বার্থে তদারকিমূলক এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।