বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

শরীয়তপুরে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
শরীয়তপুরে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখছেন পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর চেম্বার অব কমার্সসহ জেলার বিভিন্ন বাজার ও বনিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম, ডিআইও-১ আজহারুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোল্লা সোহেব আলী, মো. আসাদুজ্জামান হাওলাদার, মো. মেহেদী হাসান, মো. আশরাফুল ইসলাম, এবিএম রশিদুল বারী, মো. আজহারুল ইসলাম, মো. হাফিজুর রহমান, শরীয়তপুর চেম্বার অব কমার্সের সভাপতি এ.কে.এম. ইসমাইল হক, সহ-সভাপতি ফারুক আহম্মদ তালুকদার, সদস্য আ. জলিল খান, গোলাম মোস্তফা, পালং বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম বেপারী সহ জেলার বিভিন্ন হাট-বাজার ও বনিক সমিতির নেতৃবৃন্দ। বিভিন্ন হাট-বাজার নিরাপদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করনিয় বিষয় নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, বিভিন্ন বাজারে চুরিসহ দূর্ঘটনা বেড়েই চলছে। বাজার নিয়ন্ত্রণে দূর্ঘটনা এড়াতে বাজারে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। প্রতিটি বাজারে কমিটি গঠন করে কমিটির সদস্যরা পালাক্রমে পুলিশকে সহায়তা করবে তাহলে অনাকাঙ্খিত চুরি-ডাকাতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সামনে শীত মৌসুম আসছে। এই মৌসুমে চোরের উৎপাত বেড়ে যায়। শীত মৌসুম দুর্ঘটনা ছাড়া পাড় করতে বাজার কমিটিকে সচেতন হতে হবে। তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।