
শরীয়তপুরে ডাক ঘরের ৬ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর ২০২০) দুপুরে শরীয়তপুর প্রধান ডাকঘর কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। শরীয়তপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার শাহ মোহাম্মদ সোয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মোহসীন উদ্দিন। শরীয়তপুর প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের সাবেক পোস্টমাস্টার মো. নজরুল ইসলাম, সহকারী পোস্টমাস্টার খলিলুর রহমান সিকদার, পরিদর্শক সুমন মিয়া, মাদারীপুরের পরিদর্শক আশিকুর রহমান, সহকারী পোস্টমাস্টার নুরুল হক মিয়া।
অনুষ্ঠানে শরীয়তপুর প্রধান ডাকঘরের হিসাবরক্ষক কাজী মোফাজ্জেল হোসেন, পোস্টাল অপারেটর মজিবর রহমান পাহাড়, রানার শাহজাহান মহলদার, ভেদরগঞ্জ উপজেলা পোস্টমাস্টার গুরুপদ বাইন, রানার গোলাম মোস্তফা ছৈয়াল, জাজিরা উপজেলা পোষ্টম্যান নুরুল হক হাওলাদার’কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় শরীয়তপুর ডাক ঘরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।