সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৪ হিজরি
সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

নড়িয়ায় মোটরসাই‌কেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত‌্যু

নড়িয়ায় মোটরসাই‌কেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত‌্যু
নড়িয়ায় মোটরসাই‌কেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত‌্যু

শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলায় মোটরসাই‌কেলের ধাক্কায় তা‌মিম মাদবর (৭) না‌মের এক স্কুলছা‌ত্রের মৃত‌্যু হ‌য়ে‌ছে।
শুক্রবার (২ অ‌ক্টোবর) বি‌কেল ৫টার দি‌কে উপ‌জেলার জপসা ইউ‌নিয়‌নের মেলকারকা‌ন্দি এলাকায় এ দুর্ঘটনা‌টি ঘ‌টে। এ ঘটনায় মোটরসাইকেল চালক‌কে আটক ক‌রে পু‌লি‌শে দিয়েছে স্থানীয়রা।
নিহত তা‌মিম মাদবর মেলকারকা‌ন্দি গ্রা‌মের হজরত আলী মাদব‌রের ছে‌লে। সে স্থানীয় পালেরচর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রথম শ্রেণির ছাত্র।
পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বি‌কেল ৫টার দি‌কে তা‌মিম মাদবর খেল‌তে খেল‌তে মেলকারকা‌ন্দি গ্রামের সড়‌কে আ‌সে। এ সময় শরীয়তপুর সদর উপ‌জেলার বিলাসখান গ্রা‌মের সোবাহান পেদার ছে‌লে শুভ পেদা (২৬) ন‌ড়িয়ার জপসা ইউ‌নিয়‌নের মোল‌্যাকা‌ন্দি গ্রা‌মের এক‌টি পা‌রিবা‌রিক অনুষ্ঠান থে‌কে মোটরসাই‌কে‌লে বা‌ড়ি ফির‌ছিলেন। তার মোটরসাই‌কেলে ধাক্কা লাগ‌লে তা‌মিম ঘটনাস্থ‌লেই মারা যায়। প‌রে শুভ পেদা ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে যাওয়ার সময় স্থানীয়রা বাঁশের ব্যারিকেড দি‌য়ে মোটরসাই‌কেলসহ তা‌কে আটক ক‌রে ন‌ড়িয়া থানা পু‌লিশে সপর্দ ক‌রে।
ন‌ড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. হা‌ফিজুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, দ্রুতগ‌তি‌তে মোটরসাই‌কেল চালা‌নোর কার‌ণে দুর্ঘটনা‌টি ঘ‌টে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে অ‌ভি‌যোগ পে‌লে পরবর্তী ব‌্যবস্থা নেয়া হ‌বে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।