বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরের সর্বশেষ করোনা আপডেট

শরীয়তপুরের সর্বশেষ করোনা আপডেট

গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ফলাফলে শরীয়তপুরে নতুন করে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। মঙ্গলবার সন্ধায় জেলা সিভিল সার্জনের কার্যালয় হতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিটি হুবহু তুলে দেয়া হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সিভিল সার্জন অফিস, শরীয়তপুর।

*সংবাদ বিজ্ঞপ্তি— ২১/০৪/২০২০
~~~~~~~~~~~~~~~~~~~
শরীয়তপুর জেলার COVID-19 সংক্রান্ত তথ্যের আপডেটঃ

>> হোম কোয়ারেন্টাইনঃ

>সদরঃ ————————-১৮৭ জন।
>ডামুড্যাঃ—————– ১৫৫ জন।
>গোসাইরহাটঃ————–১০০ জন।
>ভেদরগঞ্জঃ————— ১৩৫ জন।
>নড়িয়াঃ—————— ২৬৮ জন।
>জাজিরাঃ—————- ২২৭ জন।
————————————–
মোটঃ——————— ১০৭২ জন।
অদ্য নতুনঃ—————৫২ জন।
>অদ্য অবমুক্ত:———— ১৯ জন।

>> সর্বমোট কোয়ারেন্টাইনঃ——————= ১৮০৬ জন।
>> সর্বমোট অবমুক্ত:————————– = ৭৩৪ জন।
>> প্রাতিষ্ঠানিক আইসোলেশন—————— = ০২ জন।
(সদর হাসপাতাল)
>> প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন—————- =০০ জন।

>>সর্বমোট নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফল ১০৮ টি; ১০১ টি নেগেটিভ এবং ০৭ টি পজিটিভ। আক্রান্তদের একজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন এবং ০৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।