
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”এ শ্লোগানে শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শরীয়তপুর পুলিশ লাইন্সে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।
২৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় শরীয়তপুর পুলিশ লাইন্স এর ড্রিলসেডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম শুভ জন্মদিন উপলক্ষে শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে জেলা পুলিশের আয়োজনে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর ইসলাম, পুলিশ লাইন্স এর আরআই মোঃ সিরাজুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।