সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৪ হিজরি
সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

শরীয়তপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতি বক্তব্য রাখছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। ছবি-দৈনিক হুংকার।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্য সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে, তথ্য অধিকার সংকটে হাতিয়ার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আবদুল্লাহ আল মুরাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ, জেলা তথ্য কর্মকর্তা মনিরুর ইসলাম।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, সব মানুষের সুযোগের সমতা, সম্পদের সুষম বণ্টন, সব মৌলিক অধিকার বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তার অধিকার প্রদান প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিদের দ্বারা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইন হতে পারে চাবিকাঠি।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।