শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

শরীয়তপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ এর জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মুনীর আহমদ খাঁন, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোস্তফা খোকন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোঃ সোহেল পারভেজসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান বলেন, বর্তমান সরকার জনগনের স্বাস্থ্য সচেতনতার সাফল্য স্বরূপ বিশ্ব দরবারে একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। টিকা প্রদানে বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকারের পাশাপাশি বিশ্বের মধ্যে অনন্য স্থান অধিকার করেছে। বাংলাদেশের টিকাদানের সাফল্যে জাতি সংঘের স্বাস্থ্য সংস্থা (ইউনেস্কো) আমাদের প্রধানমন্ত্রীকে সম্মানিত করেছে। সারা দেশের ন্যায় শরীয়তপুর জেলাও বিগত বছরের মতো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সাফল্যের সাথে বাস্তবায়ন করবে। দেশের করোনা পরিস্থিতির কারণে এ বছর একদিনের পরবর্তীতে দুই সপ্তাহ ব্যাপী এই ক্যাম্পেইন বাস্তবায়ন করবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।