সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৪ হিজরি
সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

পুলিশ সুপারের সাথে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা

শরীয়তপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখছেন পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান। ছবি-দৈনিক হুংকার।

মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী বিষয়ে শরীয়তপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, পালং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল আলম, জেলা বিশেষ শাখার ডিআইও-২ কামরুল ইসলাম, কমিউনিটি পুলিশিং, শরীয়তপুর জেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ কোতয়াল, জিপি আলমগীর হোসেন মুন্সী, কমিউনিটি পুলিশিং এর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ তালুকদার, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ ও জনতা একসাথে মিলে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে হবে। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নিবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।