
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় উত্তর তারাবুনিয়া ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেলিম (১২) উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লা কান্দির বাসিন্দা নাজিমউদ্দিন মালে ছেলে। স্থানীয় ভাবে জানা যায়, শনিবার দুপুরে মোবাইল চার্জ দিতে যায় ঘরে। তার পরে বিদ্যুৎপৃষ্ট হয় সেলিম। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নেওয়ার সময় পথেই মারা যায়।