সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৪ হিজরি
সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

বঙ্গবন্ধু’র সাহসের উৎস ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা: উপমন্ত্রী শামীম

বঙ্গবন্ধু’র সাহসের উৎস ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা: উপমন্ত্রী শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী সংগ্রামের সাথী।
বঙ্গবন্ধু’র সংগ্রামী জীবনে যিনি প্রেরণা, শক্তি আর সাহসের উৎস ছিলেন, তিনি মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। একদিকে যেমন জাতির জনকের সহধর্মিনী হয়ে তাকে সাহস যুগিয়েছেন, তেমনি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে পুরো পরিবারের দায়িত্বভারও পালন করেছেন পরম মমতায়। তেমনি মাতৃশ্নেহে আওয়ামীলীগের নেতাকর্মী ও দেশের মানুষের পাশে ছিলেন তিনি। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ যেমন একই সূত্রে গাঁথা, তেমনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা দুই শরীরে একই আত্মা।

শনিবার (৮ আগষ্ট) সকাল ১০ টায় নড়িয়া পৌরসভার মাতৃছায়া ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি এসব কথা বলেন।

নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক মালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আইন বিষয়ক সম্পাদক এড আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, মোঃ আলাউদ্দিন বেপারী, যুগ্ম সাধারন সম্পাদক শাহআলম চৌকিদার, শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু প্রমূখ।

এনামুল হক শামীম আরও বলেন, বঙ্গমাতা এদেশের মানুষের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার নাম। মুক্তিযুদ্ধের সময় তো বটেই বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবনে ছায়ার মতো পাশে ছিলেন তিনি। বঙ্গবন্ধুকে যে সমর্থন আর সহযোগিতা তিনি দিয়েছেন তা বাংলার মানুষ আজীবন স্মরণ রাখবে। আর তাদের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলছেন।
এর আগে নড়িয়া পৌরসভা ও চামটা ইউনিয়নে বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।