
২০ জুলাই সোমবার ১০টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান এর সভাপতিত্বে কল্যান সভায় জেলা পুলিশের কল্যান সংক্রান্তে ও করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দিক নির্দেশনা দেয়া হয়।
এ সময় পুলিশ সুপার পুলিশ মেসের রান্না ও খাবারের মান ভালো রাখতে মেসের খাবার এবং বাজার তদারকি করার জন্য ০৭ (সাত) সদস্যের একটি কমিটি গঠন করেন। যারা প্রতিদিন মেসের খাবার ও বাজারের তদারকি করবে এবং তদারকি করে এ বিষয়ে পুলিশ সুপারের নিকট প্রতিবেদন পেশ করবেন। যাতে করে মেসের খাবারের মান সব সময় ভালো ও স্বাস্থ্যসম্মত হয়।
এই মেস কমিটিতে রয়েছেন ১ জন ইন্সপেক্টর, ৩ জন এএসআই ও ৩ জন কনস্টেবল। পুলিশ মেসের কমিটির বিষয়ে কল্যান সভায় পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সদের মতামত জানতে চাইলে সকলেই হাত তুলে সম্মতি প্রদান করে এবং এই উদ্যোগের জন্য পুলিশ সুপারের প্রতি সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস.এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর ইসলাম, ডিআইও-১, আজহারুল ইসলাম সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও বিভিন্ন থানা ফাঁড়ী হতে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।