সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৪ হিজরি
সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ করলেন সাংসদ ইকবাল হোসেন অপু

বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ করছেন ইকবাল হোসেন অপু এমপি। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সুপারিশ ও চাহিদার পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শরীয়তপুরের জন্য মঞ্জুরীকৃত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অনুকূলে এবং ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের নিমিত্তে অনুদানের জন্য প্রাপ্ত চেক বিতরণ করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
শনিবার (১৮ জুলাই) বিকাল সারে ৪টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত চেক বিতরণ করা হয়েছে।
এ সময় নন এমপিও ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অনুক‚লে ৮৫ জনের মধ্যে তিন লক্ষ পচাত্তর হাজার টাকা এবং ১০টি ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের নিমিত্তে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: নুহুন মাদবর, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন ফকির, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, ছাত্রনেতা আসাদুজ্জামান শাওন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।